নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ আগস্ট ২০২৫

আড়াইহাজারে তিনদল গ্রামবাসীর মধ্যে সংষর্ষ, টেঁটাবিদ্ধ সহ আহত ২০

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৬, ২০ আগস্ট ২০২৫

আড়াইহাজারে তিনদল গ্রামবাসীর মধ্যে সংষর্ষ, টেঁটাবিদ্ধ সহ আহত ২০

একটি বাড়ি দখল করাকে কেন্দ্র করে আড়াইহাজারে তিনদল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পরম্পরের করা হামলায় আহত হয়েছেন অন্তত ২০জন।

আহতরা হলেন- টেঁটাবিদ্ধ আলমগীর মিয়া, সাদেক আলী, সাদিকুল, আবীর, মিলন, কাইযুম, জাহিরুল, মনির, সেলিম ও ইসমাইল হোসনে সহ আরো অনেকে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় বিভিন্ন সেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয় উচিৎপুরা বাজারে গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। ঘটনার পর থেকে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন সময় ফের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। 

স্থানীয়রা জানান, গত সোমবার মর্দাসাদীর কিছু লোক স্থানীয় আগুয়ান্দী এলাকার বসর মিয়ার বাড়ি দখলের চেষ্টা করে প্রতিপক্ষের লোকজন। পরে বাঁধার মুখে তারা ফিরে যায়। এনিয়ে গতকাল আগুয়ান্দী হকসাব নামে এক ব্যক্তির বাড়িতে বিচার-সালিশ বসে। কিন্তু বিষয়টি অমীমাংশিত থেকে যায়। 

এরই জেরে স্থানীয় উচিৎপুরা বাজারে মর্দাসাদী, আগুয়ান্দী, গহরদী ও উচিৎপুরার লোকজন সংঘের্ষে লিপ্ত হন। এসময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেন। সংঘর্ষ চলাকালে আলমগীর নামে এক ব্যক্তি টেঁটাবিদ্ধ হয়েছেন। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কয়েক আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে  এঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।