
বন্দরে চোর সন্দেহে মোঃ হোসেন (৫৫)কে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। আটককৃত মোঃ হোসেন বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকার মৃত ওয়াজেদ আলী সরকারের ছেলে।
আটককৃত বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের না হওয়ায় পুলিশ আটককৃতকে বুধবার (২০ আগস্ট) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে বন্দর থানার চৌরাপাড়া এলাকা তাকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।