নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৬ অক্টোবর ২০২৫

সাতগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পথসভা, মিছিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৯, ২৫ অক্টোবর ২০২৫

সাতগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পথসভা, মিছিল

আড়াইহাজার উপজেলা সাতগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শনিবার ঢাকা-সিলেট মহাসড়কে বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিছিলে সভাপতিত্ব করেন সাতগ্রাম ইউনিয়ন এর সভাপতি মোবারক হোসাইন সোহান।

মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সমাজকল্যান সম্পাদক, দুপ্তারা ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান, আড়াইহাজার উপজেলা এমপি পদপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা, অধ্যাপক ইলিয়াস মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন আড়াইহাজার উপজেলা উত্তর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব মাওলানা সাইফুল ইসলাম। 

মিছিল শেষে পথসভায় অধ্যাপক ইলিয়াস মোল্লা জনগনের সাথে মতবিনিময়ে বলেন, আমরা জামায়াতে ইসলামী গত ১৫ টি বছর ধরে বহু নিপীড়ন শোষণ নিষ্পেষণের স্বীকার হয়ে এসেছি শুধু ইসলামের কথা বলার কারনে।

আমাদেরকে এখনো হুমকি-ধমকি, চোখ রাঙানী ও পেশি শক্তির রোষানলে পড়তে হচ্ছে।  আমরা এখন আর এগুলোর তোয়াক্কা করবো না, এবং আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। “

সবশেষে পরবর্তী কর্মসূচি হিসেবে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের সেই ভয়াল লগি বৈঠার তান্ডবে বীর মুজাহিদদের শাহাতাদের স্মরনে এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবিতে বিশাল সমাবেশের ঘোষণা দিয়ে কর্মসূচির সমাপ্তি করেন।