নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৬ অক্টোবর ২০২৫

সোনারগাঁয়ে কৃষক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৪, ২৫ অক্টোবর ২০২৫

সোনারগাঁয়ে কৃষক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁও উপজেলা কৃষক দলের উদ্যোগে জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার, সদস্য সচিব এম. মিলন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম হোসেন দিপু, আহ্বায়ক কমিটির সদস্য বাশার, হাফেজ ইসমাইল, দেলোয়ার বেপারী, তোফাজ্জল, উজ্জ্বল, জামান, সুমন, মহম্মদ আলী, নাজমুল, কালামসহ উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ভোট ও ভাতের অধিকার পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে বিএনপি জনগণের পাশে আছে, থাকবে।”

তারা আরও বলেন, “৩১ দফার কর্মসূচির লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে জনগণই হবে ক্ষমতার উৎস। এই লক্ষ্য বাস্তবায়নে কৃষক দলের নেতাকর্মীরা ঘরে ঘরে কাজ করছেন।”

গণসংযোগ শেষে নেতৃবৃন্দ স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন এবং ৩১ দফার বার্তা সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন।
 

সম্পর্কিত বিষয়: