বাউল শিল্পী আবুল সরকার আল্লাহ তায়ালা সম্পর্কে ‘অবমাননাকর মন্তব্য’ করার প্রতিবাদে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার অংশে আল-ফুরকান ফাউন্ডেশন, সাতগ্রাম-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি জাকারিয়ার নেতৃত্বে স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে পবিত্র কুরআন ও আল্লাহকে কটূক্তির অভিযোগ তুলে তাঁর সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি বাউলদের তথাকথিত ইসলামবিরোধী কার্যক্রম বন্ধে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতে কেউ ইসলাম ধর্ম বা আল্লাহকে নিয়ে অবমাননাকর মন্তব্য করলে কঠোর অবস্থান নেয়া হবে।


































