নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৯ নভেম্বর ২০২৫

আল্লাহকে নিয়ে বাউল শিল্পীর কটূক্তির প্রতিবাদে আড়াইহাজারে বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩০, ২৮ নভেম্বর ২০২৫

আল্লাহকে নিয়ে বাউল শিল্পীর কটূক্তির প্রতিবাদে আড়াইহাজারে বিক্ষোভ

বাউল শিল্পী আবুল সরকার আল্লাহ তায়ালা সম্পর্কে ‘অবমাননাকর মন্তব্য’ করার প্রতিবাদে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার অংশে আল-ফুরকান ফাউন্ডেশন, সাতগ্রাম-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি জাকারিয়ার নেতৃত্বে স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে পবিত্র কুরআন ও আল্লাহকে কটূক্তির অভিযোগ তুলে তাঁর সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি বাউলদের তথাকথিত ইসলামবিরোধী কার্যক্রম বন্ধে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। 

বক্তারা আরও বলেন, ভবিষ্যতে কেউ ইসলাম ধর্ম বা আল্লাহকে নিয়ে অবমাননাকর মন্তব্য করলে কঠোর অবস্থান নেয়া হবে।
 

সম্পর্কিত বিষয়: