নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৯ নভেম্বর ২০২৫

আল্লাহকে কটূক্তির প্রতিবাদে শহরে বিক্ষোভ, আবুল সরকারের শাস্তি দাবি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০১, ২৮ নভেম্বর ২০২৫

আল্লাহকে কটূক্তির প্রতিবাদে শহরে বিক্ষোভ, আবুল সরকারের শাস্তি দাবি

মহান আল্লাহকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করার অভিযোগে কুখ্যাত ভণ্ড বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা শহরের ডিআইটি চত্বরে “তরুণ প্রজন্ম নারায়ণগঞ্জ”-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজকদের মতে, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী আবুল সরকারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তৌহিদী জনতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ প্রত্যাহারেরও জোর দাবি জানানো হয় সমাবেশে।

সমাবেশে বক্তব্য দেন মুফতী কাউসার কাসেমি, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা মুহিব ইমতিয়াজ, হাফেজ জাহিদ হাসান, মাওলানা শফিকুল ইসলাম জামি, মাওলানা ইউসুফ মাহমুদ, মাওলানা আব্দুল্লাহ মামুন জমিরী, মোহাম্মদ শহীদুল ইসলাম, মাওলানা তাফাজ্জল ফয়েজী, মাওলানা এনামুল হাসান, ফাহিম সরকার, মুস্তাফিজুর রহমান শামীম, জাহিদ হাসান, ফাহিম সরকার ও ফাহমিদ সরকারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “ধর্মীয় মূল্যবোধে আঘাতকারী ব্যক্তিরা বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে সমাজে অস্থিরতা বাড়বে।”

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিআইটি চত্বরে এসে শেষ হয়।
 

সম্পর্কিত বিষয়: