নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) বিকেল ৩টায় শহরের খানপুর বরফকল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। করেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ টিপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ নজরুল ইসলাম আজাদ। এছাড়াও মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তব্যের শুরুতে মাসুদুজ্জামান উপস্থিত সকল নেতৃবৃন্দ, অতিথি এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান যে আজকের এই জনসভা সফলভাবে আয়োজনের পেছনে প্রধান ভূমিকা পালন করেছেন জনাব নজরুল ইসলাম আজাদ।
মাসুদুজ্জামান মাসুদ বলেন-“ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছি।
নির্বাচন ঘনিয়ে আসায় এখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার সময়। আমি আপনাদের দোয়ায় নারায়ণগঞ্জ-৫ এ বিপুল ভোটে বিজয়ী হতে চাই এবং সেই বিজয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উৎসর্গ করতে চাই।
তিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের দোয়া প্রার্থনা করেন। একইসাথে তাকে মনোনয়ন দেয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম আজাদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমাদের ধানের শীষের কান্ডারী জনাব তারেক রহমান। আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত।
দল নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামানকে মনোনীত প্রার্থী করেছে। বিএনপির মতো বৃহৎ দলে একাধিক যোগ্য প্রার্থী থাকা স্বাভাবিক, কিন্তু দল যাকে মনোনয়ন দেয় সবার কাজ হচ্ছে তার পাশে দাঁড়ানো। নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি।
তাই কোনো অবস্থাতেই দলকে বিব্রত করা যাবে না। আমাদের লক্ষ্য একটাই - ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করা। ঐক্যবদ্ধভাবে কাজ করলেই নারায়ণগঞ্জ-৫ আসনকে একটি মডেল আসনে রূপান্তরিত করা সম্ভব।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব; মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক; আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ; যুগ্ম-আহ্বায়ক আ. সবুর খান সেন্টু, ফাতেহ মো. রেজা রিপন; বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ; নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম সরদার, সাখাওয়াত ইসলাম রানা; সাধারন সম্পাদক স্বেচ্ছাসেবকদল, বন্দর উপজেলা বিএনপি সভাপতি হিরণ, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, দিলারা মাসুদ ময়না সভাপতি মহিলা দল নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও নারায়ণগঞ্জের বিএনপির মহানগর, থানা, ওয়ার্ডসহ কৃষকদল, যুবদল, মহিলাদল এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ধানের শীষ শুধু একটি নির্বাচন প্রতীক নয়—এটি দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় প্রার্থী মাসুদুজ্জামানের মনোনয়ন দলের কেন্দ্রীয় নেতৃত্বের সুপরিকল্পিত ও যোগ্যতাভিত্তিক সিদ্ধান্তের ফল।
উপস্থিত নেতারা বলেন, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত এবং নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে সম্মিলিত প্রচারণা চালিয়ে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করাই হবে সকলের লক্ষ্য।
তারা সকল নেতাকর্মীর প্রতি শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং দলীয় ঐক্যই যে বিজয়ের মূল চাবিকাঠি—তা পুনর্ব্যক্ত করেন।


































