নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৯ নভেম্বর ২০২৫

নুনেরটেকে আজ মামুন মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৩৩, ২৯ নভেম্বর ২০২৫

নুনেরটেকে আজ মামুন মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প

চারদিকে নদী, মাঝখানে চর! সেখানেই বসতি কয়েক হাজার মানুষের। মোট ভূমি সাড়ে চার হাজার বিঘার কম-বেশি! দোকান-পাট নেই। যান্ত্রিক কিংবা অযান্ত্রিক কোন বাহন নেই সেখানে। একটি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।  একটি টেবলেটও সেখানে কেনার সুযোগ নেই। চরটির নাম নুনেরটেক। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার একটি গ্রাম এটি।


সেই চরে এই আয়োজন। সম্ভবত ১৮ জন বিশেষজ্ঞসহ অভিজ্ঞ চিকিৎসক দিনব্যাপী রোগী দেখবেন। প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ দেওয়া হবে। চোখের সমস্যায় প্রয়োজন অনুযায়ী চশমা দেওয়া হবে। ডেঙ্গু ও ডায়াবেটিস টেস্ট করা যাবে। আর এর সবগুলোই হবে ফ্রী।


আজ শনিবার (২৯ নভেম্বর) দিনব্যাপী এই সেবাগুলো চলবে।


নুনেরটেক এর অধিবাসীদের জন্য এটা অধ্যাপক মামুন মাহমুদ এর ক্ষুদ্র প্রচেষ্টায় পরিচালিত প্রথম ফ্রী মেডিকেল সেবা এবং সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জে ধারাবাহিক ফ্রী স্বাস্থ্যসেবা কার্যক্রমের ১০ম ক্যাম্প।


সকাল ১০টায় অধ্যাপক মামুন মাহমুদ সেবা কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
এরআগে শুক্রবার দিনভর গ্রামের ঘরে ঘরে প্রচারপত্র বিলি করা হয়েছে।