নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) এর বদলী জনিত বিদায়ী শুভেচ্ছা স্মারক প্রদান করেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (ঘঔট) এর পক্ষ থেকে সংগঠনের সদস্য সচিব এস.এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
২৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এ সময় বিদায়ী জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন নারায়ণগঞ্জ সাংবাদিকদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সাথে দেশের কল্যানে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।
এবং নারায়ণগঞ্জ বাসীদের সহযোগিতাপূর্ন আচরণ তাঁর আগামীর পথচলায় স্মরণীয় হয়ে থাকবে বলে তাঁর অভিমত ব্যক্ত করেন।


































