নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৯ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে মহানগর যুবদলের দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৯, ২৮ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে মহানগর যুবদলের দোয়া

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমদের নির্দেশনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করেছে মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

‎শুক্রবার (২৮ নভেম্বর) বা জুমার দেশব্যাপী বিশেষ দোয়ার কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা ও উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নিজ নিজ এলাকার মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন।

‎এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
 

সম্পর্কিত বিষয়: