নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৭ নভেম্বর ২০২৫

বন্দরে স্ট্রিল মিলের কর্মকর্তাকে কুপিয়ে টাকা লুট : ছিনতাইকারি আটক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৬, ২৬ নভেম্বর ২০২৫

বন্দরে স্ট্রিল মিলের কর্মকর্তাকে কুপিয়ে টাকা লুট : ছিনতাইকারি আটক

বন্দরে সুমন বর্মন  (৪৫) নামে স্ট্রিল মিলের এক কর্মকর্তাকে কুপিয়ে  অর্ধলক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সংঘবদ্ধ যাত্রীবেসী ছিনতাইকারী চক্র। গত মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে বন্দর থানার ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় এ ঘটনা ঘটে।

ওই সময় প্রত্যেক্ষদৃশি বাস চালক তার ব্যবহৃত বাস দিয়ে ধাওয়া করে  জনতার সহয়তায়  সিএনজিসহ এর চালক হৃদয়(২৯)কে  আটক করে পুলিশে সোপর্দ করে । ওই সময় জনতার উপস্থিতি টের পেয়ে বাকি দুই ছিনতাইকারি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃত চালক  হৃদয় মুন্সিগঞ্জ জেলার  হাটখোলা এলাকার  মোখলেছ মিয়ার ছেলে সে বর্তমানে বন্দর রেললাইন মুক্তার মিয়ার বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল । আটককৃত ছিনতাইকারী সদস্য হৃদয়কে বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ২২(৮)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

জানাগেছে,  বন্দরের মালিবাগ এলাকায় অবস্থিত  আলট্রা স্ট্রিল রি  রোলিং মিলস লিমিটেডের ইনচার্জ সুমন বর্মন  গত মঙ্গলবার রাতে আসমানী পরিবহনের  বাস যোগে স্টাফ কোয়াটার থেকে কেওঢালা ইউটান নামেন।  পরে  কেওঢাকা থেকে  সিএনজি উঠেন।  

সিএনজি উঠার পর জাঙ্গাল এলাকায় পৌঁছালে ওই সময় যাত্রীবেসী ছিনতাইকারিরা সুমন বর্মনকে কুপিয়ে  ৫৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সিএনজি থেকে ফেলে  দেয়।

বিষয়টি যাত্রীবাহী  বাস চালকের নজরে আসলে এ ঘটনায় বাস চালক  সিএনজিকে ধাওয়া করে  লাঙ্গলবন্দ এলাকায় নিয়ে আসলে ওই সময় উত্তেজিত জনতা   সিএনজি  সহ চালককে  আটক করে পুলিশে সোপর্দ করলেও বাকি দুই ছিনতাইকারিরা কৌশলে  পালিয়ে যায়।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী জানান, আটককৃতকে  বন্দর থানার দায়েরকৃত ২২(৮)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।   
 

সম্পর্কিত বিষয়: