নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৭ নভেম্বর ২০২৫

২নং হাজীপুর সপ্রাবিতে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৬, ২৬ নভেম্বর ২০২৫

২নং হাজীপুর সপ্রাবিতে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত 

বন্দরে ২নং হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপণী ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধণা  অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোস্তফা কামাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য তথা পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহীদ হোসেন মেম্বার।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মামুন সরকারের সঞ্চালনায় ও আহাম্মদ হোসেনের সহযোগিতায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পিটিএ কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন ও রুমান মন্ডলসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

পরিশেষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায়,নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের সফলতা ও বিএনপি’র সদ্য বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়া জনপ্রিয় নেতা সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও নাসিক এর ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদের প্রতি শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাজীপুর বাইতুল আলম জামে মসজিদের পেশ ইমাম এনামুল হক নজরুল ইসলাম।  
 

সম্পর্কিত বিষয়: