নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী ইলিয়াস আহমদ বলেন, সমাজে চলমান দুর্নীতি ও অনাচার দূর করে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শাসনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, "আজ দেশের প্রতিটি স্তরে দুর্নীতি শিকড় গেড়ে বসেছে। সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত। এই দুর্নীতি শুধু আইন বা লোকদেখানো অভিযানের মাধ্যমে দূর করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী নৈতিক ভিত্তি এবং আল্লাহর প্রতি জবাবদিহিতার অনুভূতি।
"ইসলামী শাসনব্যবস্থা মানুষকে শুধুমাত্র আইনের ভয় দেখায় না, বরং আল্লাহর ভয় দেখিয়ে দুর্নীতি থেকে বিরত রাখে। এটাই দুর্নীতির মূল উৎপাটনের অধিক কার্যকরি পন্থা।
তিনি আরো বলেন, ইসলামী শাসনের অধীনে শাসক থেকে শুরু করে প্রশাসনের সর্বনিম্ন স্তর পর্যন্ত সবাই আল্লাহ এবং জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। সমাজের সকল মানুষের জন্য, ধনী-গরিব নির্বিশেষে, দ্রুত ও নিরপেক্ষ ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।
যাকাত ও ওশরের মতো সুষম অর্থনৈতিক নীতিমালার মাধ্যমে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা হবে এবং সমাজ থেকে অশ্লীলতা ও অনৈতিকতা দূর করে সৎ ও আদর্শিক মানুষ তৈরি করা হবে।
ইলিয়াস আহমদ নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণের উদ্দেশে বলেন, "আমি আপনাদের মাঝে ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এসেছি। যেখানে জনগণের হক্ব রক্ষা করাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।"
তিনি সকলকে খেলাফত মজলিসের পতাকাতলে একত্রিত হয়ে দুর্নীতিমুক্ত, ন্যায়পরায়ণ ও উন্নত বাংলাদেশ গড়ার সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ নিজ সংসদীয় এলাকায় ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ২৬ নভেম্বর-২০২৫, বুধবার বিকালে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন।
ফতুল্লা তাবলীগী মার্কাজ মসজিদ থেকে শুরু করে লামাপাড়া, লাখিবাজার, কুতুবপুর, কায়েমপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে শিবু মার্কেট এসে শেষ করেন। এসময় নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগে এমপি প্রার্থী ইলিয়াস আহমদের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়াজী, মহানগর সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, জেলা সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করীম মিন্টু, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, ডাঃ সাইফুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ।


































