নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৯, ৬ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।  

শনিবার (৬ ডিসেম্বর) বাদ আসর কলাগাছিয়া ইউনিয়নের সাবদি এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান,  মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বিএনপি নেতা ইকবাল হোসেন, হাজী কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার শান্তি কামনায় ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত পরিচালিত হয়।
 

সম্পর্কিত বিষয়: