বন্দরে গভীর রাতে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা ব্রীজের উপর ঝটিকা মশাল মিছিল বের করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
গত বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে মশাল মিছিলটি শীতলক্ষ্যা সেতু সংলগ্ন ফরাজীকান্দা টোল প্লাজার অদুরে সড়ক হয়ে মিছিলটি পূনরায় ঘুরে ব্রীজ পাড় হয়ে সৈয়দপুরের দিকে দ্রুত চলে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিওতে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান ও অয়ন ওসমানের ছবি সম্বলিত ব্যানার নিয়ে ৩০ থেকে ৪০ জনের একটি দল হাতের মশাল মিছিল করছে। এদের মধ্যে একজনের মাথায় জাতীয় পতাকা বাধা। এছাড়া মাস্ক দিয়ে সবার মুখ বাধা।
শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘নারায়ণগঞ্জের মাটি,শামীম ভাইয়ের ভাইয়ের ঘাটি’, ডাক দদিয়েছে শামীম ভাই ঘরে থাকার সময় নাই।
আমরা সবাই শামীম সেনা ভয় করিনা বুলেট বোমা। অয়ন ওসমান নেতৃত্বে ছাত্রলীগ রাজপথে,‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাপছে’,‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা গেছে মিছিলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ওই এলাকায় আমাদের পুলিশ সদস্যরা রাত আড়াইটা-তিনটা পর্যন্ত ডিউটি করেছে। তখন কোনো মিছিল দেখিনি। ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কাজেই এ ধরনের মিছিল বেআইনি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


































