নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৬ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ফার্মেসিতে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩২, ৬ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ফার্মেসিতে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত চিটাগাংরোড এলাকায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বের হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল্লাহ মাহমুদ।

অভিযানকালে মেসার্স আলিফ মেডিসিন কর্ণারকে ২০ হাজার, আল মদিনা ফার্মেসিকে ১০ হাজার এবং এ বি ফার্মাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী এই তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের সময় বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। পাশাপাশি একটি ফার্মেসিতে বেশি দামে ওষুধ বিক্রির প্রমাণও মেলে। অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের ২০–৩০টি ফার্মেসির মালিক দোকান বন্ধ করে পালিয়ে যান।

ওষুধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল্লাহ মাহমুদ বলেন, “ওষুধ মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। মেয়াদোত্তীর্ণ বা নিষিদ্ধ ওষুধ বিক্রি শুধু আইনভঙ্গ নয়, এটি মানবতারও অবমাননা। আমরা নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালাচ্ছি যেন জনগণ নিরাপদ ও মানসম্মত ওষুধ পায়।”

তিনি আরও বলেন, “কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ফার্মেসিগুলোকে সচেতন হতে বলা হয়েছে, যেন তারা বৈধভাবে ব্যবসা পরিচালনা করে এবং ওষুধ বিক্রিতে সর্বোচ্চ সততা বজায় রাখে।”