বন্দরে তালিকাভুক্ত মাদক সম্রাট পুত্রদের অমানবিক নির্যাতন সইতে না পেরে উল্লেখিত ২ সহোদরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন অসহায় পিতা হাবিবুর রহমান ওরফে হবি। গত বুধবার (৫ নভেম্বর) দুপুরে ভূক্তভোগী পিতা বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
আহত ও এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, বন্দরের একরামপুর ইস্পাহানি বাজার এলাকার হাবিবুর রহমান হবি মিয়ার ছেলে রমজান ও বাবু থানার তালিকাভুক্ত মাদক সম্রাট।
এলাকাবাসী মাদক সম্রাটদের বিরুদ্ধে মুখ খুলতেও সাহস পায় না। মাদক সম্রাট রমজান ও বাবুসহ বহিরাগত ৬/৭ জন মিলে অপর ভাই বন্দর থানার আরেক তালিকাভূক্ত মাদক সম্রাট শুক্কুর ও তার স্ত্রী সালমা বেগমের সাথে ঝগড়া লাগে।
এ ঘটনায় তাদের পিতা হাবিবুর রহমান ওরফে হবি মিয়া ঝগড়া করতে নিষেধ করার জের ধরে পাষান্ড মাদক সম্রাট ২ ছেলে রমজান ও বাবু ক্ষিপ্ত হয়ে তাদেরই জন্মদাতা পিতা হবি (৬৫)কে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।
পরে পরিবারের অন্যান্যরা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে হামলাকারি ২ সহোদর ভূক্তভোগী পিতাকে হাসপাতালে যেতে বাধা প্রদান করে। আহতের চিৎকারে এলাকাবাসী বের হয়ে আসলে ওই সময় পরিস্থিতি বেগতি দেখে পিছু হটে রমজান ও তার ভাই বাবুসহ তাদের সাঙ্গপাঙ্গরা ।
পরে স্থানীয়রা আহত বৃদ্ধ হবিকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। চিকিৎসা শেষে নির্যাতিত পিতা হবি মিয়া বাদী হয়ে থানায় এ অভিযোগ দায়ের করে।


































