নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৬ নভেম্বর ২০২৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য বাবুলের দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৩, ৬ নভেম্বর ২০২৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য বাবুলের দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলাদেশের রূপকার মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল।

বৃহস্পতিবার দুপুরে শহরের খানপুর এলাকায় অবস্থিত দারুস সালাম এতিমখানায় এই দোয়ার আয়োজন করেন তিনি। দোয়া শেষে এতিমখানার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসময় বাবুলের পক্ষে উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বরকতউল্লাহ, সহ-সভাপতি মাহবুব হোসেন খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু। এছাড়াও স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আরিফ, কবির, মামুন সহ আরো অনেকে। 

মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জনাব তারেক রহমানের জন্য দোয়া কামনা করা হয়।

সম্পর্কিত বিষয়: