
শাপলায় চত্বরে গণহত্যার বিচার ও শহীদদের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ উলামা পরিষদের আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত।
মঙ্গলবার (৬ মে) বিকালে ফতুল্লা কাশীপুর নারায়ণগঞ্জ উলামা পরিষদের উদ্যোগে মারকাযুল উলুম হাজিপাড়া মাদ্রাসায় এক আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়ালের সভাপতিত্বে
এসময় সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম আল্লামা আব্দুল কাদির, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা মুফিজুল ইসলাম, হাজিপাড়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতী আব্দুল আহাদ, শিক্ষাসচিব মুফতী মাহমুদুল হাসান, বায়তুল হিদায়া মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুল গনী, সিরাজুল উলুম আদর্শনগর মাদ্রাসার মুফতী শেখ শাব্বীর আহমাদ, কাশীপুর ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান আশেকী, মাওলানা মুহিব ইমতিয়াজ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, মুফতী তৌফিক বিন হারিছ, হাফেজ জাহিদ হাসান, প্রমুখ।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়ালের বলেন, আমাদের প্রথম দাবি হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের নির্দেশে আমাদের ভাইদেরকে শহিদ করেছে, আহত করেছে।
শিহদদের ও আহতদের পরিচয় আমরা বলতে পারি নাই। যারা শাপলা চত্বরে গিয়েছে তাদের কথা তাদের বাবা- মা বলতে পারে নাই। তাদের হুমকি দামকি দিয়ে নির্যাতন করেছে তাদের ঘর বাড়ি ভেঙ্গে দিয়েছে।
শাপলা চত্বরে বিনিময়ে ফ্যাসিস্টকে দেশ থেকে নির্যাতিতো করে অপমানিত করে এ দেশ থেকে আল্লাহ তাকে বের করেছেন। সে (ফ্যাসিস্ট সরকার হাসিনা) বাংলার জমিনে পা না রাখতে পারে। বাংলার জনগণ সোচ্চার থাকবে।
তৈহদি জনতা সমস্ত আলেমা ওলামাসহ সক্রিয় ভুমিকা রাখবে। প্রয়োজনে তার মোকাবেলা জন্য আরকটি শাপলা চত্বর করতে আমরা বাধ্য হবো।