নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৮ মে ২০২৫

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ১০  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪০, ৭ মে ২০২৫

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ১০  

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ১০ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বুধবার (৭ মে) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৬ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার সোহেল মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সৌরভ (২২) বন্দর কুমারপাড়া এলাকার বীরেন্দ্র নাথ বর্মনের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী  হৃদয় চন্দ্র বর্মন (২০) একরামপুর ইস্পাহানী মাছ বাজার এলাকার মৃত তাইজুদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাকিব (২৫) চাঁনপুর এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শফিকুল ইসলাম (৩৫) জিওধরা এলাকার সৈয়দ জালাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) চাপাতলি এলাকার আহসান উল্ল্যাহ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ফারুক (৪৫) শাহীমসজিদ এলাকার আব্দুল সোবহান মিয়ার ছেলে সজিব (২৬) দেওয়ানবাগ এলাকার রফিকুল ইসলাম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মাজিদুল ইসলাম (৪০)  নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার মৃত দুলাল বেপারী ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাহের বেপারী (৬০) ও বন্দর স্বল্পের চক এলাকার আলী হোসেনের ভাড়াটিয়া মৃত আশ্রাফ আলী মিয়ার ছেলে আব্দুর রহিম (৬৪)।