নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১২ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে জামায়াতের মিছিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৮, ১১ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে জামায়াতের মিছিল

আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়েতের জাতীয় সমাবেশ সফল করার লক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিছিল করেছে জামায়েতে ইসলামের নেতা-কর্মীরা। শুক্রবার বিকেলে মিজমিজি মাদ্রাসা রোড এলাকায় ২নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ থানা শাখার আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, জামায়েতে ইসলামীর মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরীর মজলিসে শূরার সদস্য ও থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, মোস্তফা কামাল, জহুর আলম, সাজ্জাদ হোসেন, পনির হোসেন, আলমগীর কবির, স্বপন প্রধান প্রমূখ।

হাবিবুর রহমান বলেন, বিগত দিনে যারা ক্ষমতায় ছিল। সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল। সাধারণ মানুষের কথা কেউ ভাবেনি। তাদের আমলে আমরা উল্লেখযোগ্য কোন পরিবর্তন দেখিনি। আগামীতে ক্ষমতার পালা বদলে আমরা ইসলামের ছায়াতলে আপামর জনগণের জন্য কাজ করতে চাই।