নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

৩১ আগস্ট ২০২৫

বন্দর উপজেলাকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল নেতার সংবাদ সম্মেলন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০০, ৩০ আগস্ট ২০২৫

বন্দর উপজেলাকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল নেতার সংবাদ সম্মেলন 

নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বন্দর উপজেলাকে আলাদা করার ষড়যন্ত্রের প্রতিবাদে  সংবাদ সম্মেলন করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি গোলাম মোস্তফা সাগর।  শনিবার (৩০ আগস্ট)  দুপুরে বন্দর প্রেসক্লাব মিলনায়তনে তিনি  এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি বন্দরের বাসিন্দা। সদর-বন্দর উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৫ আসন। এ আসন থেকে বন্দর উপজেলাকে বাদ দেওয়ার একটি ষড়যন্ত্র চলাচ্ছে একটি চক্র।

এ চক্রান্তের প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন  তারণ্যের অহংকার তারেক জিয়ার অঙ্গিকার মোতাবেক নারায়ণগঞ্জ ৫ আসনকে  চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত  গড়ে তুলতে চাই।  বিএনপির একমাত্র ক্লিন ইমেজধারীরাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন।

গত বছরের ৫ আগষ্টে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বিএনপির অনেকে দলীয় নির্দেশনা অমান্য করে দলের বদনাম করেছেন। আজ তারাও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ।  আমি রাজধানীতে রাজনীতি করেছি।

আজ পর্যন্ত আমার গায়ে কোন গন্ধ নেই। আমি ক্লিন ইমেজধারী হিসাবে মনোনয়ন প্রতাশী। দল আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ সদর ও  বন্দরকে   চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত এলাকা হিসেবে  গড়ে তুলবো।  

এতে আমার জীবন চলে গেলেও আমি পিছু হটব না।  বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।