
সোনারগাঁও সরকারি কলেজ শাখার ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। আমিনুল ইসলামকে সভাপতি ও মাহমুদা আক্তারকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আবু ইসলাম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদা আক্তার মিতুকে পদে রাখা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
নতুন কমিটির সভাপতি আমিনুল ইসলাম বলেন,আমাকে কলেজ শাখার ছাত্রদলের সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমার উপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব।