নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১২ জুলাই ২০২৫

বাড়ছে ছিনতাই ও যানজটের ভোগান্তিতে সাধারণ মানুষ

আদমজীতে সওজ’র জায়গা দখল করে অবৈধ স্ট্যান্ড ও দোকানপাট 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৩, ১১ জুলাই ২০২৫

আদমজীতে সওজ’র জায়গা দখল করে অবৈধ স্ট্যান্ড ও দোকানপাট 

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ বাসস্ট্যান্ড, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা। এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে ছিনতাই ও চুরি। অথচ প্রশাসন রয়েছে নিরব দর্শকের ভূমিকায়।

সরেজমিনে দেখা গেছে, আদমজী ইপিজেডের মূল গেটের দক্ষিণ পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে উঠেছে খাবারের হোটেল, কনফেকশনারি, মোটরসাইকেল গ্যারেজ, বাস কাউন্টার ও পেট্রোল-অকটেন বিক্রির দোকান। প্রায় ২৫টিরও বেশি এ ধরনের স্থাপনা এখন পুরোদমে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, চাষাড়া-আদমজী সড়কের দুই পাশে দূরপাল্লার বাসগুলো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। এ রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার পোশাক শ্রমিক চলাচল করেন। যানজটের কারণে পথচারীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন, সেইসাথে বাসস্ট্যান্ড ঘিরে গড়ে উঠেছে ছিনতাইকারী চক্র। প্রায়ই ঘটছে মোবাইল ফোন, ব্যাগ ও টাকা ছিনতাইয়ের ঘটনা।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতনের পর এ এলাকায় দখলদার চক্রটি আরও বেপরোয়া হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির আশ্রয়ে এসব অবৈধ দোকান ও বাস কাউন্টার পরিচালিত হতো। 

এখন তার ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি অন্তরা বাস কাউন্টার এবং ইপিজেডের অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। সরকারি জমি উদ্ধারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কিংবা স্থানীয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
তাদের প্রশ্ন, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো যদি চায়, তবে এসব অবৈধ স্থাপনা সরিয়ে যান চলাচলের স্বাভাবিকতা ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু কারা যেন ছায়া থেকে এসব দখলদারদের রক্ষা করছে।