
সদ্য প্রকাশিত এসএসসি (২০২৫) পরিক্ষার ফলাফলে সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মালেক সিকদারের নাতি ও দাতা সদস্য ফারজানা সিকদার হিরার পুত্র ফাইয়াজ আব্দুল ওয়াসী এসএসসি পরিক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
কাঙ্খিত ফলাফলের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তার পিতা মাতা। সেই সাথে বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি গ্রহনে আ্গ্রহী ফাইয়াজ ওয়াসী সকলের দোয়া প্রার্থী।
এক প্রতিক্রিয়ায় তার মাতা সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের আজিবন দাতা সদস্য ফারজানা সিকদার হিরা বলেন,আমার ছেলে এবার এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এতে আমরা পরিবারের সবাই আনন্দিত।
আমার ছেলে ফাইয়াজ নিজ আগ্রহে শিক্ষকদের দিক নির্দেশনা মেনে পড়ালেখা করে এ সাফল্য অর্জন করেছে। বড় হয়ে ফাইয়াজ যেন তার নানা ভাইয়ের মতো জনসেবায় নিজেকে আত্বনিয়োগ করতে পারে। সবাই আমার ফাইয়াজ ওয়াসীর জন্য দোয়া করবেন।