
বন্দরে দুই বন্ধুকে রাস্তা থেকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্য বেদমভাবে কুপিয়ে মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে আহতের নানা ইকবাল হোসেন বাদী হয়ে হামলাকারি সন্ত্রাসী রাকিব,সুলতান ও আরিফের নাম উল্লেখ্য করে আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
সন্ত্রাসী হামলায় জখমপ্রাপ্তরা হলো মারুফ (১৮) ও আব্দুল্লাহ (১৭)। স্থানীয় এলাকাবাসী আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
এর আগে গত বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১১টায় বন্দর উপজেলার মুখফুলদী স্কুল সংলগ্ন সারজাহান মিয়ার দোকানের সামনে এ ঘটনাটি ঘটে।
অভিযোগের বাদী ইকবাল হোসেন জানান, আমার নাতি মারুফ বিসমিল্লাহ হোসিয়ারীতে চাকুরি করে আসছিল। গত ১ মাস পূর্ব মারুফ উক্ত চাকুরী ছেড়ে দিয়ে নতুন চাকুরীতে যোগদান করে।
চাকুরী ছাড়া বিষয় নিয়ে মারুফের সাথে কলাগাছিয়া ইউনিয়নের ২নং নয়ানগর এলাকার মুখলেছ মিয়ার ছেলে রাকিবের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।
এর ধারাবাহিকতা গত বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১১টায় মারুফ ও তার বন্ধু আব্দুল্লাহ গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মুখফুলদী স্কুলের সামনে আসলে ওই সময় উৎপেতে থাকা ২নং নয়ানগর এলাকার মুখলেছ মিয়ার ছেলে রাকিব একই এলাকার হামিদ মিয়ার ছেলে সুলতান ও রাজা মিয়ার ছেলে আরিফসহ অজ্ঞাত নামা ৪/৫ জন আমার নাতি মারুফ ও তার বন্ধুকে মুখ চেপে ধরে রাস্তা থেকে জোর পূর্বক অপহরণ করে।
পরে উল্লেখিতরা মারুফ ও তার বন্ধুকে হত্যার উদ্দেশ্য বেদম ভাবে পিটিয়ে পিটিয়ে ও কুপিয়ে ভিভো মোবাইল সেট ও নগদ ৬ হাজার ৩'শ টাকা ছিনিয়ে নেয়।