নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৮ মে ২০২৫

বন্দরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবীর কারাদন্ড  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৬, ৭ মে ২০২৫

বন্দরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবীর কারাদন্ড  

বন্দরে প্রকাশ্যে  মাদক সেবনের অপরাধে শ্রী অমির্ত কর্মকার (২৮) নামে এক মাদক সেবীকে  ৫ দিনের বিনাশ্রম সাঁজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

 সাঁজাপ্রাপ্ত মাদক সেবী শ্রী অমির্ত কর্মকার সুদূর গাইবান্ধা জেলার সাহাঘাটা থানার চকরিয়া কর্মকার পাড়া এলাকার শ্রী অদির্ত কর্মকারের ছেলে। বর্তমানে সে বন্দর উপজেলার বারপাড়া এলাকার জনৈক সুজন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। 

সাঁজাপ্রাপ্ত আসামিকে বুধবার (৬ মে) দুপুরে ভ্রামমান আদালতের মামলায়  তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত মঙ্গলবার (৬ মে) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা  মোঃ মোস্তাফিজুর রহমান এ সাঁজা প্রদান করেন।

জানা গেছে, মাদক কারবারি অমির্ত কর্মকার দীর্ঘ দিন ধরে বন্দর উপজেলা মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করে আসছিল।  

গত মঙ্গলবার বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে  উল্লেখিত মাদক সেবীকে ৫ দিনের বিনাশ্রম সাঁজাপ্রদান করেন।