নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৮ মে ২০২৫

সদর উপজেলা কৃষি কার্যালয়ের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৩, ৭ মে ২০২৫

সদর উপজেলা কৃষি কার্যালয়ের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 

নারায়ণঞ্জ সদর উপজেলা কৃষি কার্যালয়ের আয়োজনে নারায়ণগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরিশে এন্ড রেসি লিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলাস্থ আলীরটেক ইউনিয়ন কুড়েরপাড় আদর্শ বিদ্যালয়ের হলরুমে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত'র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আশরাফ উজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. তাজুল ইসলাম ও উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক। 

অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. রুপালী খাতুন'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে মূল সংগঠকের ভূমিকা  পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তা ইসলাম নওরীন ও কুড়েরপার আদর্শ বিদ্যালয়ের প্রথম শিক্ষক মো. আমজাদ হোসেন।

অনুষ্ঠানে অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন পিএফএস ও নন পিএফএস কৃষক-কৃষাণী (৭০ জন), স্থানীয় জনপ্রতিনিথি ও গণ্যমান্য ব্যক্তি, বেসরকারী সংস্থার প্রতিনিধি, সরকারী কর্মকর্তা এবং সাংবাদিকসহ সর্বমোট ১০০ জন।

অনুষ্ঠানে সভাপতি  মাহমুদা হাসনাত তার  বলেন পার্টনার ফিল্ড স্কুলের সকল সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। পিএফএস-এ প্রশিক্ষিত কৃষকদের জ্ঞান, দৃষ্টিভঙ্গী ও ধারণা প্রকল্প এলাকার অন্যান্য কৃষক-কৃষাণী যারা পিএফএস প্রশিক্ষণ পাননি তাদের মধ্যে ছড়িয়ে দিতে পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়। নতুন উদ্ভাবিত প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি, কৃষি পণ্য মূল্য শৃঙ্খল তৈরি ইত্যাদি গ্রহণ করানোর জন্য এটি একটি উত্তম কার্যকর কৌশল। 

সকল পার্টনার ফিল্ড স্কুলকে ফার্মার সার্ভিস সেন্টারে পরিনত করে কৃষক সংগঠনের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে বিশেষভাবে এটি সহায়ক।
 

সম্পর্কিত বিষয়: