নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৪ মে ২০২৫

 হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও শাস্তি দিতে হবে : অধ্যাপক মাহবুবুর রহমান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৫, ১৩ মে ২০২৫

 হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও শাস্তি দিতে হবে : অধ্যাপক মাহবুবুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বাধা প্রদান করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ৯নং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপর যে বর্বরোচিত হামলা করা হয়েছে হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও শাস্তি দিতে হবে।

অন্যথায় উদ্ভুত পরিস্থিতির দায় প্রশাসনকে নিতে হবে। বিশেষ করে রামারবাগ এলাকার জান্নাত, রবিন, সোহেল, সানি, ইমন, রাজু ও হৃদয় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দিতে হবে।

মঙ্গলবার বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড সভাপতি মাসুদুর রহমানের সভাতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সভাপতি যথাক্রমে মাও. দ্বীন ইসলাম ও মুফতি মাসুম বিল্লাহ, জেল সহ-সভাপতি মাও. শফিকুল ইসলাম, সেক্রেটারি জাহাঙ্গীর কবির, শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহা. ওমর ফারুক।

তিনি আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকসেবীদের দ্রুত সময়ে গ্রেফতার না করা হলে কঠোর হস্তে দমন করা হবে। এদের বিরুদ্ধে এলাকবাসীকে ঐকবদ্ধ থাকার আহবান জানান।

পরিশেষে, লালখাঁ, রামারবাগ এলাকায় বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে কুতুবাইল মসজিদের সামনে এসে মুনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।
 

সম্পর্কিত বিষয়: