নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৪ মে ২০২৫

পাসপোর্ট অফিস ও খানপুর হাসপাতালে দালালমুক্ত অভিযান, ২ জনকে দণ্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৮, ১৩ মে ২০২৫

পাসপোর্ট অফিস ও খানপুর হাসপাতালে দালালমুক্ত অভিযান, ২ জনকে দণ্ড

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস ও খানপুর ৩শ’ হাসপাতালে দালালমুক্ত অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ। মঙ্গলবার (১৩ মে) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পাসপোর্ট অফিসের সামনে থেকে দুই দালালকে আটক করা হয়। 

পরে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী, আটককৃতদের মধ্যে একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অন্য দালালকে ১০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এসময় একটি পাসপোর্টও জব্দ করা হয়।

অপরদিকে, খানপুর ৩শ’ হাসপাতালের সামনে পরিবেশ রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়েছে। 

এছাড়াও প্রো-একটিভ হাসপাতালের সামনে থেকে একটি সিএনজি সরিয়ে দেওয়া হয় এবং পাসপোর্ট অফিস থেকে সাইনবোর্ড পর্যন্ত “গ্রিন ও ক্লিন নারায়ণগঞ্জ” কার্যক্রমের আওতায় লাগানো ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়েছে।