নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ জুলাই ২০২৫

নগর ভবনে সশস্ত্র হামলায় মহানগর জামায়াতের প্রতিবাদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৬, ১৩ মে ২০২৫

নগর ভবনে সশস্ত্র হামলায় মহানগর জামায়াতের প্রতিবাদ

দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারী অটো চালক সেজে যানজট নিরসন কর্মী ও নগর ভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দীন আহমাদ, জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আবদুল জব্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।

মঙ্গলবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অত্যন্ত পরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়েছে। যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই সেই সাথে সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে সঠিক বিচারের দাবি জানাই।

বৈষ্যম্যহীন একটি নতুন রাষ্ট্র গঠনের প্রত্যয়ে ২৪ এর গণ বিপ্লব হয়েছিল। কোন দখলবাজ বা সন্ত্রাসীদের আস্তানা এদেশে আর দানা বেঁধে উঠার সুযোগ নাই। তাই আমরা আর কোন সন্ত্রাসী গোষ্ঠীর এরকম ঘৃন্য কাজ   বরদাশত করবোনা।

প্রশাসন কে বলবো, যে বা যারা সমাজে শান্তি শৃংখলা বিনষ্ট করার অপচেষ্টা চালাবে তাদের কে কঠোর হাতে দমন করে জনমনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন।