নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫

কুতুবপুর ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শনে এসপি জসিম উদ্দ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:০৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫

কুতুবপুর ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শনে এসপি জসিম উদ্দ

নারায়ণগঞ্জ সদর উপজেলার  ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শনে করেছেন নারায়ণগঞ্জ জেলার  পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন।

মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্ব) রাত  ৭ টার দিকে পাগলা বাজার শ্রী শ্রী লোকনাথ মন্দির সহ পাগলা জেলে পাড়ার বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন তিনি। 

পরিদর্শনশেষে  সাংবাদিকদের  তিনি বলেন,  শারদীয় দুর্গা পূজাকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সর্বস্তরে প্রশাসন তৎপর রয়েছেন। নারায়ণগঞ্জে যেনো কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেই দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সোচ্চার রয়েছেন। 

ইতিমধ্যে পুলিশ, সেনাবাহিনী, রেব,আনসারসহ সাদা পোশাক ধারী পুলিশের একাধিক বাহিনী পূজাকে ঘিরে নিরাপত্তার কাজ করছেন। আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে যারা হিন্দু ধর্মের রয়েছেন তারা নির্ভয় নির্বিঘ্নে পূজা করতে পারবেন আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাবো। 

এ সময়  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।