
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিমরাইল মোড় ও সাইলো গেট এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন, পাঁচবাড়িয়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মিন্টু (৪০) এবং আদর্শনগর বটতলা এলাকার আবুল হোসেনের ছেলে সুজন (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সাইলো রোডের মায়ের দোয়া অটো গ্যারেজের সামনে থেকে মিন্টুকে আটক করা হয়। এ সময় তার লুঙ্গির কোচর থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।
অপরদিকে, একই রাতে চিটাগাংরোড বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সুজনকে গ্রেপ্তার করা হয়। তার জিপার ব্যাগ থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি মাদক নির্মূলে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতাও কামনা করেছেন।