নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫

সদর উপজেলার ৭৭টি পূজা মন্ডপে চাল ও নগদ অর্থ প্রদান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৬, ২৪ সেপ্টেম্বর ২০২৫

সদর উপজেলার ৭৭টি পূজা মন্ডপে চাল ও নগদ অর্থ প্রদান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭৭টি সার্বজনীন পূজা মন্ডপে চাল ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৭৭টি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের নগদ ৫ হাজার অর্থ ও ৫শ' কেজি চালের ডিও তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল জানান, শারদীয় দূর্গা পূজা পালন উপলক্ষে প্রতিটি পূজা মন্ডপে অনুদান হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫শ’ কেজি চাল ও নারায়ণ সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা বিতরণ করা হয়।