নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫

‎নারায়ণগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৮:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২৫

‎নারায়ণগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে  কাশিপুর ইউনিয়নে জাকের পার্টির জনসভা ও র‍্যালি  অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার বিকালে  ফতুল্লা থানার  কাশিপুর ইউনিয়নের বাংলাবাজার গোলাম ডাইং সংলগ্ন মাঠে জাকের পার্টি  ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এ জনসভা এবং র‍্যালী অনুষ্ঠিত হয়।

‎এসময় জনসভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল

‎অনুষ্ঠানে  কাশিপুর ইউনিয়নের জাকের পার্টির সভাপতি  মোঃ আলমগীর হোসেন সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,  মোরশেদ হাসান জামাল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকের পার্টি যুব সেচছা সেবক ফ্রন্ট, যুগ্ম টিম প্রধান  হিসেবে উপস্থিত ছিলেন জাকের  পার্টি ছাত্র ফ্রন্ট এর যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার এমিল,

‎নারায়ণগঞ্জ জেলার জাকের পার্টি যুগ্ম সাংগঠনিক  সম্পাদক এস এম ফারুক আলম, নারায়ণগঞ্জ জেলা জাকের পার্টির সদস্য সাহিন আহমেদ ও হাবিবুর রহমান এবং জাকের পার্টি মহিলা ও ছাত্রীফ্রন্ট সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

‎ জনসভা দোয়া ও  মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল।

‎ তিনি দলের আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং দেশের উন্নয়নে জাকের পার্টির ভূমিকা তুলে ধরে বলেন, দেশে এমন পরিস্থিতি জাকের পার্টির প্রয়োজন।

জাকের পার্টির মানুষের উপর অত্যাচার করে না, মানুষের জান মালের সেবায় নিয়জিত,

‎দেশের মানুষের কল্যাণে আগামী নির্বাচনে জাকের পার্টির ৩০০ আসনে নির্বাচনে দাড়াবে।

‎আমাদের মনোনীত প্রার্থী রয়েছে। আমরা কোনো দলে যুক্ত হয়ে কোনো প্রতিকে নির্বাচনে যাবো না আমাদের দলের নিজেস্ব প্রতিক রয়েছে সেই প্রতিকেই নির্বাচনে অংশগ্রহণ করবে জাকের পার্টি।

‎আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, জনগণের স্বার্থে এবং জনগণের জন্য যদি রাজনীতি করতো, এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় তারাই থাকত। দল ও দলের নেতা-কর্মীদের জন্য রাজনীতি ছিলো বিধায় তারা থাকতে পারেনি

সম্পর্কিত বিষয়: