নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৭ নভেম্বর ২০২৫

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১১:২৩, ১৭ নভেম্বর ২০২৫

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে লিংক রোডের ফতুল্লার ইসদাইর এলাকায় নারায়ণগঞ্জ আয়কর অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের অবস্থিত রাসেল গার্মেন্টসের শ্রমিকদের কারখানা থেকে সাইনবোর্ড এলাকায় দৈনিক (ঢাকা মেট্রো-জ ১১-২৬৬৩) বাসে আনা নেয়া হয়। রোববার রাতে শ্রমিকদের সাইনবোর্ড নামিয়ে দিয়ে আয়কর অফিসের সামনে লিংক রোডের পাশে পার্কিং করে বাসটির চালক নাসির ও তার সহযোগী নয়নকে নিয়ে বাসে ঘুমিয়ে পড়েন। ভোর ৫টায় আগুনের তাপে ঘুম ভেঙ্গে দেখেন চালকের আসনে আগুন জ্বলছে। তখন দুজনেই উঠে চিৎকার দিলে আসপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এরপর নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসেন ঘটনাস্থলে। একই সময় খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের তিনটি টিম আসেন।

এ বিষয়ে বাস চালক নাসির বলেন, ঘুমন্ত অবস্থায় থাকায় কে বা কারা আগুন দিয়েছে তা দেখিনি। বাসের স্টেয়ারিং সিট সহ সামনের অংশ পুড়ে গেছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, চালক-হেলপাড়ের সচেতনতার কারনে বাসের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে কারা বাসে আগুন দিয়েছে তাদের সনাক্তের চেষ্টা চলছে।

সম্পর্কিত বিষয়: