
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) কিডস ক্যাম্পাস স্কুল এন্ড ডেভেলপমেন্ট সেন্ট্রাল, নারায়ণগঞ্জে এ ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।
ফারজানা আক্তার সাথী জেলা ক্রীড়া অফিসার (অ:দা:) নারায়ণগঞ্জ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাছলিমা শিরিন, উপজেলা নির্বাহী অফিসার, সদর, নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আসাদুজ্জামান সরদার, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, নারায়ণগঞ্জ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মো. সোহাইল, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, নারায়ণগঞ্জ। কিডস ক্যাম্পাস স্কুলের পিন্সিপাল এবং স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দরা।
এই ক্রীড়া আনন্দ উৎসবে কিডস ক্যাম্পাস স্কুলের ৬৭জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশগ্রহণ করে। সবার মাঝে পুরস্কার, জার্সি ও খাবার বিতরণ করা হয়।