নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৫ নভেম্বর ২০২৫

না’গঞ্জে মেধাবী ও স্বল্প আয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৪৭, ১৫ নভেম্বর ২০২৫

না’গঞ্জে মেধাবী ও স্বল্প আয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান 

নারায়ণগঞ্জে গো এহেড ভিবিএসজেড নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে মেধাবী ও স্বল্প আয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। 

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকার বাইতুল মা’মুর হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এ এ শিক্ষা উপকরণ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, গো এহেড ভিবিএসজেড সংগঠনের টিম লিডার মনিরুজ্জামান মনির,ফিরুজুল আলম,এআর ফারহান,কবির হোসেন,ইমরান রহমান, ইয়াছিন, বাইতুল মা’মুর হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর অধ্যাপক হাফেজ, মুফতি রাশেদুল ইসলাম,গভনিং বিডির সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ অনেকে।