নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ মে ২০২৪

সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরীর চাকা বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, স্ত্রী চিকিৎসাধীন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২১, ২ জানুয়ারি ২০২৩

সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরীর চাকা বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, স্ত্রী চিকিৎসাধীন

সিদ্ধিরগঞ্জের ডেমরা-নারায়ণগঞ্জ সড়কে তৈলবাহী ট্যাংকলরীর সামনের চাকা বিস্ফোরণে আহত দম্পত্তিদের মধ্যে স্বামী মো. জসিম উদ্দিন (৩৫) রবিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর আহত তার স্ত্রী মোছা. জুবাইদা আক্তার ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 


স্থানীয়রা জানান, বছরের প্রথম দিন ১ জানুয়ারি রোববার দুপুর ১২টার দিকে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কে শিমরাইল এলাকায় ফজলুল হক পেট্ট্রোল পাম্পের সামনে দিয়ে ওই দম্পতি হেঁটে যাচ্ছিলেন। 


এসময় একটি তৈলবাহী ট্যাংকলরীর চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রন হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে স্বামী মো. জসিম উদ্দিন ও স্ত্রী মোছা. জুবাইদা আক্তার গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 


সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর এর সত্যতা নিশ্চিত  করে বলেন, এ ঘটনায়   কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।