নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৩ জুন ২০২৩

আড়াইহাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৬, ২৮ মার্চ ২০২৩

আড়াইহাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে ফয়সাল (২৯) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত ফয়সাল উপজেলার কাহেন্দি এলাকার আফছারের ছেলে। 


মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু। এরআগে সোমবার (২৭ মার্চ) রাতে তিলচন্দ্রদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। 


জানা গেছে, গত ২২ মার্চ ভিকটিম (১৮) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন কাহেন্দি গ্রামে তার ভাড়া বাসায় শুয়ে ছিলেন। তখন আসামি ফয়সালের সহায়তায় সঙ্গীয় আসামি সেলিম ভিকটিমের ঘরের টিনের দরজা ভেঙে প্রবেশ করে। 


এরপর ফয়সাল ও তার অন্যান্য সঙ্গীয়দের সহায়তায় আসামি সেলিম ভিকটিমকে হাত-পা বেঁধে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। অতঃপর আটক আসামি ফয়সাল ও সঙ্গীয় পলাতক আসামিরা ভিকটিমকে ধর্ষণের চেষ্টাসহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে পালিয়ে যায়।


ওই ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।