নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনাকে হত্যার হুমকি, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১০, ২২ মে ২০২৩

শেখ হাসিনাকে হত্যার হুমকি, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২২ মে) বিকেলে কাশীপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


সভাপতির বক্তব্যে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী বলেন, আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে আমরা মানুষের কাছে যেতে পারবো। বিদেশের ভরসায় আওয়ামী লীগ চলে না। সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই চলে। 


গতকাল রাত ১১টায় আমার নেতা সাইফ উল্লাহ বাদল কাল ফোন দিয়ে বলেছেন আমরা সভার আয়োজন করেছি। যদি ১০/১২ দিনের আয়োজনে সভা করতাম তাহলে বিএনপিকে খোজে পাওয়া যেতো না।


কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সাত্তার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন সিকদার,যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন, কাশীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক খোকন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমীন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ফতুল্লা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি মরিয়ম মেম্বার, কাশীপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার সহ প্রমুখ।