নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৯ নভেম্বর ২০২৪

তারেক রহমানের উপহার পেলেন স্বেচ্ছাসেবক দলের প্রয়াত নেতা বাচ্চুর পরিবার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৪, ২ এপ্রিল ২০২৪

তারেক রহমানের উপহার পেলেন স্বেচ্ছাসেবক দলের প্রয়াত নেতা বাচ্চুর পরিবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার পেলেন আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রয়াত নাজমুল হাসান বাচ্চু'র পরিবার।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রয়াত নাজমুল হাসান বাচ্চু'র পরিবারের দেখা করে এই ঈদ উপহার সামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ।

এসময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় (সহ-সভাপতি) এম.জি মাসুম রাসেল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদউল্লাহ চৌধুরী ফয়সাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, এম আর গনি মোস্তফা নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, মোর্শেদ আলম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মদ, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যব আলমগীর হোসেন সাকিব, আড়াইহাজার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানাসহ সংগঠনের নেতৃবৃন্দ।