নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২১ অক্টোবর ২০২৫

সোনারগাঁয়ে চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৫৫, ২৪ অক্টোবর ২০২৪

সোনারগাঁয়ে চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে একটি চুন তৈরীর কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সোনারগাঁয়ের পিরোজপুর এলাকার আতাউর রহমান নামের এক ব্যক্তির চুন তৈরীর কারখানার অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট শাখার ব্যবস্থাপক সাকিল মন্ডল,এসআই সেলিম আহমেদ সহ পুলিশ সদস্য ও তিতাসের কর্মকর্তারা। 

সাকিল মন্ডল জানান, দীর্ঘদিন যাবত পিরোজপুর এলাকায় তিতাসের মেইন লাইন থেকে ৫০০ ফুট দুরে অবৈধ ভাবে সংযোগ নিয়ে চুন তৈরীর কারখানা চালিয়ে আসছিলো। তাই অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।আমাদের অভিযান অব্যাহত থাকবে।