নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

৩১ আগস্ট ২০২৫

 সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর যুবলীগ নেতার লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:০১, ৪ ডিসেম্বর ২০২৪

 সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর যুবলীগ নেতার লাশ উদ্ধার

সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে মোবারক হোসেন(৪৫) নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। 

বুধবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকার ব্রম্মপুত্র নদ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোবারক হোসেন উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গোলনগর এলাকার আওয়ামীলীগ নেতা আঃ আউয়াল মিয়ার ছেলে।নিহত মোবারক সাদিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং পেশায় রাজমিস্ত্রী ছিলো।

নিহতের ভাই সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ওবায়দুল্লাহ বাদল জানান,গত ৫ দিন আগে তার বড় ভাই মোবারক হোসেন বাড়ী থেকে বের হয়ে আর বাসায় না ফেরায় থানায় একটি সাধারণ ডায়রী করা হয়।

বুধবার বিকেলে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মাহাবুব আলম জানান, নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।