নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫

সোনারগাঁয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ৩১ দফা বাস্তবায়নে সভা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০২, ৪ ফেব্রুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ৩১ দফা বাস্তবায়নে সভা

সোনারগাঁয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বৈদ্যের বাজার ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। 

সোনারগাঁ উপজেলা বিএনপি সহ-সভাপতি হাজী মো. শফি উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

উপজেলা যুবদল নেতা হারুন অর রশিদ ও আসিফ ভূঁইয়া সুজনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূর এ ইয়াছিন নোবেল, বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপি সহ-সভাপতি গাজী মো. হারুনুর অর রশিদ, সোনারগাঁ  উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক হাজী মো. মোক্তার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক হাজী মোঃ আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁ উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া করার পাশাপাশি জনাব তারেক রহমানের ৩১ দফা প্রস্তাব বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।