নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৩ মে ২০২৫

গ্রীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বন্দরে মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের বৃক্ষ রোপন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৯, ২১ মে ২০২৫

গ্রীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বন্দরে মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের বৃক্ষ রোপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানের গ্রীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদরিলের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের পক্ষ থেকে বন্দরে বিভিন্ন স্কুল ও সড়কের পাশে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার (২১ মে) বিকেল ৩টা বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা সড়কসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করা হয়।

মহানগর মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের সভাপতি জহিরুল ইসলাম জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: রবিন এর সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন এর তত্বাবধানে বৃক্ষ রোপন কর্মসূচীতে এসময় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃআহমেদ আলী,কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদুল্লাহ মুকুল, মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের কোষাধক্ষ মো: আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ,প্রজন্ম দল নেতা রকিব, মোঃআলী, মোঃহৃদয় ,রাজীব, বিপ্লব, ইয়াসিন,সাইদুল সহ প্রমুখ নেতাকর্মী বৃন্দ।