
সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোর কর্মকর্তা আব্দুর রহিমের বিরুদ্ধে ডিলারদের সাথে অসৌজন্যমূলক ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এই কর্মকর্তার অসদাচরণে ডিপোর ডিলাররা কোনঠাসা হয়ে পড়েছেন বলে অভিযোগ ডিলারদের।
এর ফলে ডিলাররা স্বাভাবিকভাবে তাদের ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করতে বাধাগ্রস্থ হচ্ছেন বলে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পদ্মা ডিপোর একাধিক ডিলার জানান, আব্দুর রহিম সিদ্ধিরগঞ্জের পদ্মা ডিপোতে যোগদানের পর থেকে ডিলাররা তাদের স্বাভাবিক ব্যবসা পরিচালনা করতে বাধাগ্রস্থ হচ্ছেন।
নানা তুচ্ছ বিষয়ে ডিপোর এই কর্মকর্তা ডিলারদের সাথে দুর্ব্যবহার এবং গালমন্দও করে থাকেন। চাহিদা মতো তেলও এই কর্মকর্তা ডিলারদের সরবরাহ করে না। তার ইচ্ছেমত সে নানা বিষয়ে ডিলারদের সাথে তালবাহানা করে থাকেন।
এক ডিলার বলেন, টাকা দিয়ে সদাই কিনে ব্যবসা করতে গিয়ে তার দ্বারা যদি আমরা অপমানিত হই সেটা কি মানা যায়? কিছু থেকে কিছু হলেই তিনি কুরুচিপূর্ণ আচরণ করেন আমাদের সাথে। এভাবে ব্যবসা করা সম্ভব হয় না।
এ বিষয়ে জানতে পদ্মা ডিপোর কর্মকর্তা আব্দুর রহিমকে ফোন করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান।