নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২১ জুলাই ২০২৫

লায়ন্স ক্লাব অফ নারায়ণগঞ্জ এর ২০২৫ - ২০২৬ কার্যবর্ষে প্রথম বোর্ড ও  সাধারণ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৭, ২০ জুলাই ২০২৫

লায়ন্স ক্লাব অফ নারায়ণগঞ্জ এর ২০২৫ - ২০২৬ কার্যবর্ষে প্রথম বোর্ড ও  সাধারণ সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অফ নারায়ণগঞ্জ এর ২০২৫-২০২৬ কার্যবর্ষে প্রথম বোর্ড সভা ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর ক্যাফেটেরিয়া সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট নাসির উদ্দিন মন্টু'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্লাব মার্কেটিং এন্ড কমিউনিকেশন চেয়ারপার্সন লায়ন সাইদুল্লাহ হৃদয়,

লায়ন জি এম হায়দার আলী বাবলু, সার্ভিস চেয়ারপার্সন লায়ন শায়েদুল ইসলাম শাকিল,  পরিচালক লায়ন মোঃ নজরুল ইসলাম,  লায়ন মোঃ আলী আকবর, লায়ন এ্যাডভোকেট নুরুল হুদা, লায়ন আলহাজ্ব শাহ আলম, লায়ন ইয়াসির আরাফাত ভূইয়া, লায়ন ইমরান ইবনে রউফ আবির, ক্লাব ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন এ্যাডভোকেট রাকিবুল হাসান শিমুল, 

ক্লাব ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী লায়ন এ্যাডভোকেট বিএম হোসেন, টেজারার লায়ন এ্যাডভোকেট জাকির হোসেন, ১ম জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ বিল্লাল হোসেন, ২য় জয়েন্ট সেক্রেটারী লায়ন শামসুর রহমান কাজল, জয়েন্ট ট্রেজারার লায়ন শ্রীকান্ত রায়, জয়েন্ট টেল টুইস্টার লায়ন মোঃ নজরুল ইসলাম সোহেল, টেমার সার্জিস হোসেন তারেক, জয়েন্ট টেমার লায়ন রাকিব উল হাসান, লায়ন, মোহাম্মদ শাহেদ। 

সভার প্রথমে পবিত্র কোরআন তোলোয়াত ও লায়ন শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। পরে ২০২৫-২৬ কার্যবর্ষের প্রস্তাবিত সাব কমিটি,  বাজেট, আপ্যায়নকারী, বার্ষিক কার্যক্রম এবং সদস্যদের তালিকা প্রণয়ন সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে ২০২৫-২০২৬ কার্যবর্ষের বার্ষিক কার্যক্রমের মাসিক তালিকা অনুযায়ী চাটার্ড নাইট, ইন্ডাকশন, ইনস্টলেশন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্পর্কিত বিষয়: