নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫

লজিক অফ বাংলাদেশ' এর মাসিক সভা ও ওয়ার্ম আপ সেশন অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:০৪, ১৫ জুলাই ২০২৫

লজিক অফ বাংলাদেশ' এর মাসিক সভা ও ওয়ার্ম আপ সেশন অনুষ্ঠিত 

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা উন্নয়নে কাজ করে যাওয়া লজিক অফ বাংলাদেশ এর নারায়ণগঞ্জ জেলা শাখা Logic of Narayanganj এর সদস্য ও সেচ্ছাসেবকদের নিয়ে আয়োজন করা হয় ওয়ার্ম আপন সেশন এবং চা আড্ডা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন হাজীগঞ্জ  নারায়ণগঞ্জ এ আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার।

এছাড়াও ভলেন্টিয়ার ও সদস্যদের সাথে মতবিনিময় করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ-০১ এর উপসহকারী পরিচালক জনাব মোঃ আবদুল্লাহ আল আরেফিন।

এছাড়াও উপস্থিত ছিলেন লজিক অফ বাংলাদেশ এর শুভাকাঙ্খীবৃন্দ। উক্ত সভায় অগ্নি নির্বাপনে সেচ্ছাসেবীদের ভূমিকা ও প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং অতিথি মহোদয় সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

দায়িত্বপ্রাপ্তদের সভায় অগ্নি নির্বাপণ ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের গুণগত মান উন্নয়নের বিষয়ে গুরুত্ব আরোপ এবং সর্বোচ্চ সহযোগীতার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সম্পর্কিত বিষয়: