নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১১ জুলাই ২০২৫

শহীদ আদিলের কবর জিয়ারতের মাধ্যমে

‘ওয়ারিয়র্স অফ জুলাই’ নারায়ণগঞ্জ’র যাত্রা শুরু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৭, ১০ জুলাই ২০২৫

‘ওয়ারিয়র্স অফ জুলাই’ নারায়ণগঞ্জ’র যাত্রা শুরু

জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের অন্যতম শহীদ মোহাম্মদ আদিলের কবর জিয়ারতের মাধ্যমে ‘ওয়ারিয়র্স অফ জুলাই, নারায়ণগঞ্জ’ এর নবগঠিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

ফতুল্লার ভূইঘর কবরস্থানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শহীদ মোঃ আদিলের পিতা মোঃ আবুল কালাম এবং কমিটির নেতৃবৃন্দের মধ্যে আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান মোল্লা, যুগ্ম সদস্য সচিব আল আমিন, মুখ্য সংগঠক মোঃ বেলাল, সংগঠক মোঃ আলিফ মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত: শহীদ মোহাম্মদ আদিল গত ১৯ জুলাই দুপুরে ভূইগড় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে আন্দোলনরত অবস্থায় বুকে গুলিবিদ্ধ হন। তাকে ভূইগড় কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত করা হয়।

মেধাবী শিক্ষার্থী আদিল তামীরুল মিল্লাত কামিল মাদরাসার দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। ১৬ বছর বয়সি এই কিশোর ছিল প্রবল উদ্যমী ও সাহসী। জয়ী হয়েছে একাধিক ম্যাথ অলিম্পিয়াডে। স্বপ্ন ছিল বড় হয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হবে।
 

সম্পর্কিত বিষয়: